উন্নয়ন ডেস্ক –
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোলায় জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস- ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে র্যালি, আলোচনা সভা ও মেলার আয়োজন করা হয়।
জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক। আলোচনা সভার শুরুতে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ভোলা সদর-১ আসনের সাংসদ সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখেন।
এসময় আলোচনায় অংশ নেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সদস্য সচিব, জেলা লিগ্যাল এইড কমিটি সাব্বির মো. খালিদ, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মোহাম্মাদ সাইফুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সানাউল হক প্রমূখ।
এসময় বক্তারা বলেন, দরিদ্র, অসহায় সাধারণ মানুষ যাতে বিনা খরচে আইনী সহায়তা পেতে পারে এজন্য লিগ্যাল এইড কাজ করছে। র্যালিতে বিচারক, আইনজীবী, জনপ্রতিনিধি, বিচারপ্রার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।