মধুপুরে ৭ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ

উন্নয়ন ডেস্ক –

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ীতে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন এক স্কুলছাত্রী। কর্পোস খ্রিস্ট্রি উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী গত মঙ্গলবার (১০ মে) নিখোঁজ হয়। ঘটনার পরদিন মধুপুর থানায় ওই ছাত্রীর বাবা সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, কর্পোস খ্রিস্ট্রি উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীকে জাঙ্গালিয়া গ্রামের মো. কাবিল মিয়ার ছেলে মো. মামুন মিয়া ও তার সহযোগীরা স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করত। সোমবার (২৫ এপ্রিল) মধুপুরের হাওদা বিলে ছাত্রীর বাবা কৃষিকাজ করছিলেন। ওইদিন সকাল ১০টার দিকে নিখোঁজ ছাত্রী বাবার জন্য খাবার নিয়ে যায়। ফেরার পথে মামুন মিয়া ও তার দুই সহযোগী ওই স্কুলছাত্রীকে রাস্তার পাশে একটি কলাবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। কিন্তু মেয়েটির চিৎকারে তারা পালিয়ে যায়।

ঘটনার পর ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মধুপুর থানায় একটি মামলা (নং-২৪, তাং-২৬/৪/২২ইং) দায়ের করেন। মামলা দায়েরের পর জাঙ্গালিয়া গ্রামের মো. মামুন মিয়া ও তার পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়।
এরপর গত মঙ্গলবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী। এরপর আর তার কোনো সন্ধান মেলেনি। স্কুলছাত্রীর বাবা আশঙ্কা করে বলেন, মামলার পর ক্ষিপ্ত হয়ে মো. মামুন মিয়া তার মেয়েকে অপহরণ করেছে।

ঘটনার বিষয়ে বেরীবাইদ ইউপি চেয়ারম্যান মো. জুলহাস উদ্দিন বলেন, ছেলে-মেয়ে উভয়ই অপ্রাপ্তবয়স্ক। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকতে পারে বলে অনুমান তার।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন (বিপিএম) এটিকে প্রেমঘটিত অনুমানপূর্বক বলেন, তারা তদন্ত করে দেখছেন এবং স্কুলছাত্রীকে উদ্ধারে জোর চেষ্টা চালাচ্ছেন।