আন্তর্জাতিক ডেস্ক –
ভ্রমণে যাওয়া যাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। এর জন্য কোনো মহাকাশ সংস্থার সদস্য বা দক্ষ নভোচারী হওয়ার প্রয়োজন পড়বে না। যুক্তরাষ্ট্র থেকে ওই স্টেশনে যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত করা হয়েছে একটি স্বয়ংক্রিয় ‘ফেরি’। মহাশূন্যের পথে সিএসটি-১০০ স্টারলাইনার নামের ফেরি পরিচালনা করবে দেশটির বিমান প্রস্তুতকারী কোম্পানি বোয়িং। গত ১৯ মে অ্যাটলাস ভি রকেটের সাহায্যে তাদের পরীক্ষামূলক ফ্লাইট উড্ডয়ন করেছে। পৃথিবীর কক্ষপথের উদ্দেশে কোনো যাত্রী ও চালক ছাড়াই ফেরিটি ফ্লোরিডা রাজ্যের কেপ ক্যানাভারাল স্পেস স্টেশন থেকে সফলভাবে উড়ে গেছে। সব ঠিক থাকলে যানটি মহাকাশ স্টেশনের সঙ্গে সংযুক্ত হবে।
এরপর নিজে নিজেই ফিরে আসবে পৃথিবীতে। চালকবিহীন এই ক্যাপসুল তৈরি করেছে বোয়িং ও নাসা। এর আগে ২০১৯ সালে সম্পূর্ণ স্বয়ংক্রিয় এই ক্যাপসুলের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট সফটওয়্যার সমস্যার কারণে ব্যর্থ হয়েছিল। বর্তমানে নাসা নভোচারী পরিবহনে নিজস্ব যান ব্যবহার করে। কিন্তু তারা এ খাতে ব্যয় কমাতে বাণিজ্যিক ফ্লাইটে যাতায়াত করতে চায়। এ জন্য বোয়িং এবং স্পেসএক্সকে অর্থ ও কৌশলগত সহযোগিতা দিচ্ছে। বোয়িংয়ের এটি প্রথম ফ্লাইট হলেও স্পেসএক্স ইতোমধ্যে চারটি ফ্লাইট পরিচালনা করেছে। তবে সেগুলো চালকবিহীন ছিল না। সূত্র :বিবিসি।