বিনোদন ডেস্ক:
হীরেন নাগের হাত ধরে ১৯৮৪ সালে রূপালি জগতে পা রাখলেন পরবর্তী সময়ের সুপারস্টার মাধুরী দীক্ষিত। বিপরীতে ছিলেন কলকাতার তাপস পাল, তত দিনে তার ঝুলিতে চলে এসেছে ‘দাদার কীর্তি’ (১৯৮০) ও ‘সাহেব’ (১৯৮১) এর মতো হিট ছবি।
তাপস ও মাধুরীর সেই ছবির নাম ‘অবোধ’, দুজনেরই বলিউডে প্রথম। তবে রাজশ্রী প্রোডাকশনসের নির্মাণটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এমনকি কেউ কেউ তো বলেই দেয় মাধুরীর ক্যারিয়ার শেষ। আর কোনো দিন শুটিং ফ্লোরে ফেরার সুযোগও পাবেন না।
সাময়িকভাবে আড়ালে চলে গেলেও, কয়েক বছর পরই স্বমহিমায় ফিরে আসেন মাধুরী। বাকিটা তো যাকে বলে ইতিহাস। তাপস পালের বলিউডের স্বপ্ন এরপর আর সফল না হলেও, বাংলা ছবির জগতে স্বপ্নের ফেরিওয়ালা হয়ে উঠলেন তিনি।
১৯৮৫ সালে মুক্তি পাওয়া ‘ভালোবাসা ভালোবাসা’ সেই সময়ে ব্লক বাস্টার হিট ছিল। তালিকায় রয়েছে ‘গুরুদক্ষিণা’র মতো ছবিও। ছবির দুনিয়ায় কয়েক দশক রাজত্ব চালিয়ে ধীরে ধীরে চলে আসেন রাজনীতিতেও।
অবশেষে আজ মঙ্গলবার ভোরে তাপসের প্রয়াণ হলো।
এ দিনে প্রথম নায়ককে স্মরণ করলেন মাধুরী। এক টুইটার পোস্টে তাপসকে শ্রদ্ধা জানান তিনি। সঙ্গে প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাধুরী। #