উন্নয়ন ডেস্ক –
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ঘটনায় মানবিক সঙ্কটের বিষয়ে সতর্ক করছে জাতিসংঘ। বন্দর ক্ষতিগ্রস্তের কারণে খাদ্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার ও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে বলছে জাতিসংঘ।
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এক মুখপাত্র জানিয়েছে, লেবানন প্রায় ৮৫ শতাংশ খাবার আমদানি করে। ডব্লিউএফপি এরই মধ্যে বৈরুতবাসীর জন্য পাঁচ হাজার প্যাকেট খাবার পাঠিয়েছে। প্রতি প্যাকেট খাবারে পাঁচ সদস্যের পরিবার একমাসের মত চলতে পারবেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, লেবাননের স্বাস্থ্য ব্যবস্থা ভয়াবহ ভাবে ভেঙে পড়েছে। তিনটি হাসপাতাল পুরোপুরি সেবা দেওয়ার অনুপোযোগী হয়ে পড়েছে। এদিকে, লেবাননের রাষ্ট্রপতি মিশেল আউন বিস্ফোরণের আন্তর্জাতিক তদন্তের আহ্বান প্রত্যাখ্যান করেছেন এবং বলছেন যে স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত করবে।
দেশটিতে বিস্ফোরণের আগে শতকরা ৭৫ ভাগ মানুষের সাহায্যের প্রয়োজন ছিলো, এর মধ্যে শতকরা ৩৩ ভাগ মানুষ তাদের চাকরি হারিয়েছেন। শুধু তাই নয় দেশটিতে দশ লাখের মত মানুষ এখন দারিদ্র্য সীমার নিচে বাস করছে।
বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৫৪ জন নিহত এবং পাঁচ হাজারের মত মানুষ আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।