মালিহা’র গল্প এবং আমাদের রেহনুমা আফরীন মালিহা -অন্ত মিলন

উন্নয়ন বার্তা ডেস্ক:

আমাদের দেশের নামি-দামি বড়ো লেখকেরা যখন
শিশুতোষ লেখায় বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ছুটে চলেছেন অবিরত মরিচীকার পেছনে;
এক উদ্ভট মিথ চোখে মেখে যখন আমাদের সমকালের কবিসাহিত্যিকগণ নিজেকে উজাড় করে দিয়ে একের পর এক সৃষ্টি করে যাচ্ছেন
রাম শ্যাম আর যদু মদু;
ঠিক সে-ই মূহুর্তে, আমাদের সময়ে, সভ্যতার রঙিন ললাটে পা রেখে,
এ-ই দুঃসময়ে, শিশুতোষ গল্পের আকাল মৌসুমে,
শুধু শিশুদের জন্য একজন শিশু, ‘রেহনুমা আফরীন মালিহা’
‘মালিহা’র গল্প’ নামক একটি স্বর্গ রচনা করলেন
আমাদের শিশুতোষ সাহিত্যকে ঋদ্ধ করতে।

জমকালো প্রচ্ছদ আর নয়নাভিরাম অলঙ্করণে ‘মালিহা’র গল্প’ হয়ে উঠেছে নন্দনতত্ত্বের এক আলোক-সজ্জিত বিদ্যাপীঠ।
ফাহিম চৌধুরীর রং-তুলি’র আঁচড়ে সত্যিই আমাদের শিশুরা ডুবে যাবেন এক কল্পনার জগতে।

ফুলপরী ও আমি থেকে শুরু করে, নদী ও মাছ;
পাখি ও বাগান থেকে শুরু করে নবান্ন উৎসব,
কিংবা আরাফ ও মালিহা,
প্রতিটি গল্পের ভেতরে আমাদের শিশুরা খুঁজে পাবেন এক প্রগাঢ় রঙিন প্রশান্তি।
রুপন্তি প্রকাশন থেকে প্রকাশিত ‘মালিহা’র গল্প’
ছুঁয়ে আমাদের শিশুরা মূহুর্তের মধ্যেই হারিয়ে যাবেন পরাবাস্তবতার এক ভিন্ন জগতে।
বহুমাত্রিক ভিডিও গেমসের এ-ই যুগে আমাদের শিশুরা ফিরে পারবেন এক অন্যরকম সুখ ‘ মালিহা’র গল্পে’।
‘রেহনুমা আফরীন মালিহা’র জন্য রইল এক উঠোন ঘাস ফড়িং ভালোবাসা।
আমাদের প্রতিটি শিশুর হাতে টুকটুকে লাল গোলাপ হয়ে ফুটুক,’মালিহা’র গল্প’।
জয়তু ‘রেহনুমা আফরীন মালিহা’।