বিনোদন ডেস্ক:
পরিচালক ওয়াজেদ আলী সুমনের ‘ব্লাড’ শিরোনামের একটি সিনেমায় মাহিয়া মাহির নায়ক হতে যাচ্ছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন।
যদিও প্রথমে এই সিনেমাতে মাহির সঙ্গে জুটি বাঁধার কথা ছিল জিয়াউল রোশানের। তবে রোশানের সঙ্গে ব্যাটে বলে মেলেনি হিসাবটি।
আগামীকাল (১ মার্চ) সন্ধ্যায় এফডিসিতে মহরত অনুষ্ঠানে মাহির নায়ক হিসেবে ইমনের নাম ঘোষণা করা হবে।
যদিও এখনই এই সিনেমাটি নিয়ে কথা বলতে রাজি নয় পরিচালক, নায়ক ও নায়িকা। ৩ জনই জানিয়েছেন, (১ মার্চ) সন্ধ্যায় মহরত হবে, সেখানেই বিস্তারিত সব জানানো হবে। অনুষ্ঠানে আসুন তখন সব জানাতে পারবেন।
তবে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সিনেমাটির নাম পরিবর্তন হতে পারে, সেকারণে এখনই নিশ্চিত হয়ে কিছুই বলতে চাইছেন না পরিচালক।
অ্যাকশন ঘরানার ‘ব্লাড’ সিনেমাটিতে মাহিকে নায়িকা ও খলনায়িকার দ্বৈত চরিত্রে দেখা যাবে। #