মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত

সম্পতি মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ (মুসপ) এর নির্বাহী কমিটির এক জরুরী সভা এর চেয়ারম্যান কর্ণেল (অবঃ) শওকত আলীর সভাপতিত্বে ধানমন্ডিস্থ তাঁর বাসগৃহে অনুষ্ঠিত হয়। সভায় ভাইস-চেয়ারম্যান হিসেবে যথাক্রমে মোবারক হোসেন সেলিম, ইউছুফ মিয়া, মোতাহার হোসেন, এবং অধ্যাপক ফরহাদ হোসেন কে নির্বাচিত করা হয় এবং ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে জনাব হাসান-উজ-জামানের নাম প্রস্তাব হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
এ ছাড়া জাতির জনকের জন্ম শত বার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলীকে আহবায়ক, মেজর (অবঃ) রেজাউল করিম রেজাকে ও ডা. ইমদাদুল হককে যুগ্ম আহবায়ক এবং মোতাহার হোসেন মোল্লাকে সদস্য সচিব করে যথাযোগ্য মর্যাদার সাথে বছরব্যাপী বিভিন্ন সূচী গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিককে আহবায়ক, মোবারক হোসেন সেলিম ও এ্যাডভোকেট নাজমা কাওসারকে যুগ্ম আহবায়ক এবং শেখ শহীদুল ইসলামকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। সেই সাথে শেখ শহীদুল ইসলাম ও ডা. খালেদ শওকত আলীকে যুগ্ম মহা সচিবের দায়িত্ব অর্পণ করা হয়।
সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ সদস্য রেজাউল করিম চৌধুরীকে আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন দেয়ায় তাঁকে অভিনন্দন জানানো হয় এবং অবিলম্বে বিভিন্ন জেলায় সাংগঠনিক সফরের সিদ্ধান্ত নেয়া হয়। খবর: সংবাদ বিজ্ঞপ্তির। #