জুলাই ২৭, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

মুজিববর্ষের অনুষ্ঠানে দেশ-বিদেশের লক্ষাধিক অতিথি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ দেশি-বিদেশি লক্ষাধিক অতিথি অংশ নেবেন।

বুধবার (৪ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তা বিষয়ক উপকমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে রাজধানীর স্কুলগুলোতে জাতীয় শিশু দিবসের বিভিন্ন কার্যক্রম বেলা ১১টার মধ্যে শেষ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অনুরোধ জানানো হবে।

জাতির জনকের জন্মদিন উপলক্ষে প্রতি বছর এ দিবসটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়। রাজধানীসহ সারাদেশের স্কুলে শিশু দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

এবার রাজধানীতে জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে স্কুলের দিনব্যাপী অনুষ্ঠানের সময়সীমা কমিয়ে বেলা ১১টার মধ্যে শেষ করার সরকারি নির্দেশনা জারি হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে রাজধানীর সব স্কুলের শিশু দিবসের অনুষ্ঠান বেলা ১১টার মধ্যে শেষ করার নির্দেশনা জারি হবে। #

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit