মোদির সফর চূড়ান্ত করতে ঢাকায় শ্রিংলা

নিজস্ব প্রতিবেদক:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আগে সব বিষয় চূড়ান্ত করতে ঢাকা এসেছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

সোমবার সকালে শ্রিংলাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে যোগ দিতে আগামী ১৭ মার্চ ঢাকায় আসতে পারেন মোদি। একই সঙ্গে ১৮ মার্চ ঢাকায় দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

এদিকে দিল্লির সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে এবং ভারতের প্রধানমন্ত্রীকে মুজিব বর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর দাবিতে রাজধানী ঢাকাতে বিক্ষোভ সমাবেশ করেছে ধর্মভিত্তিক এবং বামপন্থীসহ বিভিন্ন সংগঠন।

রবিবার রাজধানীতে এক অনুষ্ঠান যোগ দিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রীর আসার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে তিনি (মোদি) ১৭ মার্চ সকালে ঢাকায় আসতে পারেন।’

দুদিনের এ সফরে হর্ষ বর্ধন শ্রিংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ডা. একে আবদুল মোমেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে সাক্ষাতের কথা রয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করলেও, পররাষ্ট্রসচিব হিসাবে এটিই শ্রিংলার প্রথম বাংলাদেশ সফর। #