মোদীকে সর্বোচ্চ সম্মান জানাবে ঢাকা

সিলেট সংবাদদাতা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মান জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, যারা নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করছেন, এটা তাদের নিজস্ব ব্যাপার।

মঙ্গলবার দুপুরে সিলেটের ৪ নম্বর খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছর আহমদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

এছাড়া আরো থাকবেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, লন্ডনের স্কোয়াডন সিটির মেয়র হুমায়ূন কবির, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর ররহমান ওয়াহিদ, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম ও আজাদুর রহমান আজাদ, জেলা আওয়ামী লীগের সাবেক উপ প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তিসহ আরও অনেকে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক দেশে সবার মতামত জানানোর অধিকার আছে। তবে বাংলাদেশের স্বাধীনতার বন্ধুরাষ্ট্রের প্রধানমন্ত্রীকে অবশ্যই সর্বোচ্চ সম্মাননা জানাবে সরকার। তিনি বলেন, দেশের সাধারণ মানুষও মোদীকে সম্মান জানাবে। বাঙালি বরাবরই অতিথিপরায়ণ, তাই অতিথিকে সম্মান জানাবে এ দেশের সাধারণ মানুষও।

মুজিববর্ষের অনুষ্ঠানে অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ সরকার। তবে দিল্লির সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে মুজিববর্ষের অনুষ্ঠানে মোদীর আগমনের বিরোধিতা করছে বিভিন্ন রাজনৈতিক ও ইসলামি দল। #