‘মোদীর আগমনে দুদেশের সুসম্পর্ক আরো উন্নত হবে’

নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন প্রতিহত করার ডাকে বিব্রত নন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, বাংলাদেশের আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন। তার আগমনে দুদেশে বিরাজমান সুসম্পর্ক উন্নত থেকে আরো উন্নততর হবে।

এর আগে মন্ত্রী ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে মন্ত্রণালয়ের নিজ কক্ষে বৈঠক করেন। #