মোহাম্মদপুরে ‘বিয়ন্ড বাইটস’ এর শোরুম চালু

উন্নয়ন ডেস্ক –

রাজধানীর মোহাম্মদপুরে শোরুম চালু করেছে বেকারি ও ফাস্ট ফুডের রিটেইল চেইনশপ ‘বিয়ন্ড বাইটস’। সম্প্রতি মোহাম্মদপুরের তাজমহল রোডে দ্বিতীয় শোরুমটি উদ্বোধন করেন ‘বিয়ন্ড বাইটস’-এর হেড অব বিজনেস ইব্রাহিম খলিল।

বিভিন্ন ধরনের বেকারি পণ্য, মোমো ও মজাদার ফাস্ট ফুড ভোক্তাদের কাছে পৌঁছে দিতে এ ব্র্যান্ডটি চালু করে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ।

এ বিষয়ে ইব্রাহিম খলিল বলেন, ‘আমাদের লক্ষ্য ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী লাইভ কিচেনের মাধ্যমে মজাদার মোমো, ফাস্ট ফুড জাতীয় খাবার ও বেকারি পণ্য পরিবেশন করা। আমরা এখন রাজধানীর বিভিন্ন স্থানে শোরুম চালু করছি। পাশাপাশি চট্টগ্রাম, সিলেটসহ বিভাগীয় শহরগুলোতেও বিয়ন্ড বাইটস-এর শোরুম চালু করা হবে। আশা করছি, ক্রেতাদের কাছে আমাদের নতুন চেইনশপটি দ্রুত জনপ্রিয়তা পাবে।’

এসময় উপস্থিত ছিলেন বিয়ন্ড বাইটস-এর সিনিয়র ম্যানেজার (অপারেশন) অমিতাভ রায়, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মুহাইমিনুল ইসলাম তমাল, সাব-অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার গালিব মাহমুদ ও মারিয়া সুলতানাসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।