খেলা ডেস্ক –
দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি তুলে নেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ২৭৪ বলে ৬টি চার ও ২ ছক্কায় তিন অঙ্ক ছুঁয়েছেন এ ব্যাটসম্যান। চট্টগ্রামে সেঞ্চুরি পেয়েছিলেন ১৮৩ বলে। এবার ২৭৪ বলে। ম্যাথুসের পর সেঞ্চুরির দেখা পেয়েছেন চান্দিমালও।
ইবাদত হোসেনের প্রথম দুই বলে টানা চার মারার পর চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি করেন তিনি। ৯১ রান থেকে ইবাদত হোসেনকে টানা দুই চারে ৯৯ রানে পৌঁছান দিনেশ চান্দিমাল। এরপর সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি করেন তিনি। সেঞ্চুরি তুলতে চান্দিমালের লেগেছে ১৮১ বল। টেস্ট ক্যারিয়ারের ১২ সেঞ্চুরির ৫টিই করলেন বাংলাদেশের বিপক্ষে।
দ্বিতীয় সেশন শেষে শ্রীলঙ্কার রান ৫ উইকেটে ৪৫৯। লিড ৯৪ রানের। ম্যাথুস ১২৩ ও চান্দিমাল ১২০ রানে ব্যাটিং করছেন।
চতুর্থ দিনের সকালে দ্রুত উইকেট তুলে নেওয়ার আশায় মাঠে নামে বাংলাদেশ। স্বাগতিকদের লক্ষ্য ছিল, যত দ্রুত লঙ্কানদের অলআউট করে লিড নেওয়া যায়। তবে সেই আশায় গুঁড়েবালি! দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে হতাশ করে শ্রীলঙ্কাকে প্রথম সেশনেই লিড এনে দিলেন ম্যাথুস-চান্দিমাল।
এর আগে মুশফিকুর রহিম ও লিটন দাসের রেকর্ড জুটিতে বাংলাদেশ প্রথম ইনিংস করে ৩৬৫ রান তোলে। মুশফিকুর রহিম দলের পক্ষে সর্বোচ্চ ১৭৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। লিটন কুমার খেলেন ১৪১ রানে ইনিংস। আর কেউ বিশ রানের ঘরে ঢুকতে পারেননি।