জুলাই ২৭, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

যুক্তরাষ্ট্রে মৃত্যু ছাড়ালো ১ লাখ ৭০ হাজার, ফ্লু মৌসুমে ভয়াবহ শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক –

প্রাণঘাতী করোনা ভাইরাসে রবিবার যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা এক লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে। এদিকে এর মধ্যে আসছে ফ্লুর মৌসুম, এনিয়ে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আরও ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফ্লোরিডা, টেক্সাস, লুইসিয়ানা রাজ্যে মৃত্যুর হার বেশি।

দেশটিতে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ৫৪ লাখ ছাড়িয়েছে। যা বিশ্বের যেকোন দেশের তুলনায় অনেক বেশি। অনেক রাজ্যে সংক্রমণের হার কমলেও হাওয়াই, সাউথ ডাকোটা ও ইলিনয়েসে কমেনি।

তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ফ্লুর মৌসুমে করোনার সংক্রমণ ফের বাড়বে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের ডিরেক্টর সতর্ক করে জানান, স্বাস্থ্য বিধি মেনে না চললে যুক্তরাষ্ট্র ফ্লু মৌসুমে হয়তো ভয়াবহ দিনের সম্মুখীন হবে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit