যুবকের হাত-পা বাঁধা মরদেহ, মুখে টেপ

উন্নয়ন ডেস্ক –

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আশু মোল্লা নামে এক যুবকের হাত-পা বাঁধা, মুখে টেপ লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় অটোরিকশাচালক।

আজ শনিবার সকালে মদনপুর-আড়াইহাজার সড়কের ব্রাহ্মণদীকান্দা পল্লীবিদ্যুৎ প্রজেক্টের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আশু মোল্লা সোনারগাঁয়ের মিরেরবাগ এলাকার মৃত মালেক মোল্লার ছেলে।

গত বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে তিনি নিখোঁজ ছিলেন।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই যুবকের পেছন থেকে হাত-পা বাঁধা ও মুখে কসটেপ প্যাচানো ছিল। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।