আন্তর্জাতিক ডেস্ক –
ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানিতে মস্কোর কোনো সমস্যা নেই। তবে এর জন্য কিয়েভকে ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন বন্দরগুলোর চারপাশের পানিসীমাকে মাইনমুক্ত করতে হবে। আর এর বিনিময়েই রাশিয়া নিরাপদে জাহাজ চলাচলের সুযোগ দেবে।
শুক্রবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এসব কথা বলেন।
ইউক্রেন থেকে শস্য রপ্তানিতে রাশিয়া বাধা দিচ্ছে বলে অভিযোগ করে আসছে পশ্চিমা বিশ্ব।
রুশ প্রেসিডেন্ট পুতিন আজভ সাগরে ইউক্রেনের মারিউপোল ও বেরদিয়ানস্ক বন্দর দিয়ে খাদ্যশস্য রপ্তানির সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। এ দুটি বন্দরই এখন রাশিয়ার নিয়ন্ত্রণে আছে।
পুতিন বলেন, বেলারুশ হয়ে রপ্তানির পথটি সবচেয়ে সাধারণ, সহজ ও সুলভ হতে পারে। সেখান থেকে বাল্টিক বন্দরে যাবে, এরপর বাল্টিক সাগরে যাবে। আর তারপর বিশ্বের যেকোনো জায়গায় যেতে পারেন।
তবে তিনি জানিয়ে দিয়েছেন, বেলারুশ হয়ে যেকোনো রপ্তানির বিষয় শর্তসাপেক্ষ হতে পারে। মিনস্কের বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্ত দেওয়া হতে পারে।