জুলাই ২৭, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

রমজানে করোনা প্রভাব ফেলবে না: টিপু মুন্সি

নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, করোনাভাইরাস নিয়ে জনমনে অহেতুক ভীতি সৃষ্টিকারীরা জাতির দুশমন। তারা কোনভাবেই চায় না যে- সরকার ভালোভাবে দেশ পরিচালনা করুন। তাদের থেকে দেশবাসিকে অবশ্যই সজাগ ও সতর্ক থাকতে হবে।
রোববার (১৫ মার্চ) সচিবালয়ে বৈঠক শেষে এ পরামর্শ দেন তিনি।
বাণিজ্যমন্ত্রী জানান, গেলো ২৪ ফেব্রুয়ারি (সোমবার) থেকে চীন রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
অন্যান্য দেশ থেকেও বাংলাদেশে পণ্য আমদানি অব্যাহত রয়েছে। ফলে আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও দামে কোনও প্রভাব পড়বে না বলেও আশ্বস্ত করেন তিনি।
মন্ত্রী জানান, এখন থেকে ১৬১২১ নম্বরে ফোন করে ভোক্তারা তাদের অভিযোগ জানাতে পারবেন।
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ভোক্তা স্বার্থ রক্ষায় এই হটলাইন চালু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। #

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit