রাজধানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর হানিফ ফ্লাইওভারের উপর বাসের ধাক্কায় মাহমুদুর নবী (৫৪) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। তারা জানান, মাহমুদুরের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী এলাকায়। তিনি বর্তমানে ডেমরা সানারপাড় চৌরাস্তা এলাকায় থাকতেন। গেণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মাহমুদুর। এসময় গজারিয়া পরিবহন নামে একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।