স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বাখরাবাদ দক্ষিণপাড়া এলাকায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- মহানগরীর বাখরাবাদ দক্ষিণপাড়া এলাকার আনিসুর রহমানের মেয়ে আইমিন আক্তার শেলি (১৩) ও জিয়াউর রহমানের মেয়ে জিসা খাতুন (৯)।
কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান মিডিয়াকে বলেন, শেলি ও জিসা তাদের বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুকুরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করতে পারেননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে থেকে দুই শিশুকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।