নিজস্ব প্রতিবেদক:
ঢাকা উত্তর ও দক্ষিণের সিটি নির্বাচনকে প্রত্যাখ্যান করে রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকা সিটিতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলন থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়নি। এজন্য এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করলাম।
তিনি বলেন, আগামীকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালন করা হবে। ঢাকাবাসীকে শান্তিপূর্ণভাবে এই হরতাল কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি আমি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও বেগম সেলিমা রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। #