জুলাই ২৭, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

লন্ডন থেকে ফিরে আজই প্রথম বিসিবিতে যাচ্ছেন পাপন

উন্নয়ন ডেস্ক –

করোনার কারণে বোর্ড অফিস বন্ধ চার মাসের বেশি সময় ধরে। কাজেই ঐ সময়ের ভেতরে আর বিসিবিতে যাওয়া হয়নি। তবে দীর্ঘদিন পর আজ (বুধবার) হয়তো শেরে বাংলায় হোম অব ক্রিকেটে পা রাখবেন নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি ঈদ করেছেন দেশের বাইরে। প্রোস্টেটের অস্ত্রোপচার করাতে গত ২০ জুন লন্ডনে গিয়েছিলেন তিনি। ৮ জুলাই সেখানেই তার অপারেশন হয়েছে।

অপারেশন শেষে ১৪ দিন চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর অবশেষে দেশে ফিরে এসেছেন নাজমুল হাসান পাপন। গত সোমবার ঢাকায় পা রাখেন বিসিবি বিগ বস।

এদিকে দেশে ফেরার পর আজই হয়তো বিসিবি অফিসে যাবেন নাজমুল হাসান পাপন। আজ ৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র দেশবরেণ্য ক্রীড়া সংগঠক ও দেশের অন্যতম শীর্ষ ক্লাব আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মদিন।

শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে আজ বাদ জোহর বোর্ডে কোরআন পাঠ, মিলাদ মাহফিল ও দুঃস্থদের খাবারের ব্যবস্থা করেছে বিসিবি। জানা গেছে, সেখানেই উপস্থিত থাকবেন নাজমুল হাসান পাপন।

বেলা ১টা ৩০ মিনিটে বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে খাদ্য বিতরণ কার্যক্রমটি আয়োজন করবে। ধারণা করা হচ্ছে, ওই অনুষ্ঠানের পর জাতীয় দলের শ্রীলঙ্কা সফর, ঘরোয়া ক্রিকেট এবং পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়াম নিয়ে মিডিয়ার সাথে কথাও বলতে পারেন পাপন।

সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে লঙ্কানদের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলতে চাচ্ছে টাইগাররা। বিসিবির অন্যতম শীর্ষ কর্তা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান গতকাল (মঙ্গলবার) জাগো নিউজকে এ তথ্য দিয়েছেন।

সে সফরের ব্যাপারে আজ বোর্ডে এসে অন্য পরিচালকদের সাথে কথা বলবেন পাপন। আশা করা যাচ্ছে, জাতীয় দলের ওই সফর নিয়ে একটি আনুষ্ঠানিক বক্তব্য আসতে পারে তার মুখ থেকে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit