লালমনিরহাটে অটোরিক্সাসহ গ্রেফতার দুই

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ থানায় বিশেষ অভিযান চালিয়ে কাকিনা ইউনিয়ন এর রুদ্রেশ্বর হইতে ৩ কেজি গাঁজা ও একটি পুরাতন ব্যাটারি চালিত অটোরিক্সা উদ্ধারসহ ২জন কে গ্রেফতার করে লালমনিরহাটের কালীগঞ্জ থানার পুলিম।
গ্রেফতারকৃতরা হলো- ১) মোঃ নুর-জামাল (২৪) ও ২) মোঃ ইসরাইল হোসেন (২৫)। লালমনিরহাটের কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ ফরহাদ মন্ডলের নেতৃত্বে এসআই নাজমুল ইসলাম,সঙ্গীয় ফোর্সসহ কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর হতে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও একটি পুরাতন ব্যাটারি চালিত অটোরিক্সা উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত নুরজামাল (২৪) পিতা মোঃ আবুল হোসেন, ২) মোঃ ইসরাইল হোসেন (২৫), পিতা মোঃ ইব্রাহিম, উভয় সাং- ওয়ারলেস কলোনি, থানা ও জেলা লালমনিরহাট।
লালমনিরহাটের কালীগঞ্জ থানার অফিসার পুলিশ পরিদর্শক তদন্ত জনাব মোঃ ফরহাদ মন্ডল, জানান গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর হতে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও ও একটি পুরাতন ব্যাটারি চালিত অটোরিক্সা উদ্ধার সহ ১। মোঃ নুরজামাল (২৪), ২। মোঃ ইসরাইল হোসেন (২৫), ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালমনিরহাটের কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কালীগঞ্জ থানার মামলা নং-১৯/৫০, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯ (ক) রুজু করা হয়। #