জুলাই ২৭, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

লড়বেন দুই আইনজীবী মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশি রায়হান কবিরের জন্য

উন্নয়ন ডেস্ক –

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় সাক্ষাতকার দেওয়ার ঘটনায় মালয়েশিয়ায় গ্রেফতার হন বাংলাদেশি যুবক রায়হান কবির। সাক্ষাতকারে তার বক্তব্য বলে অভিযোগ এনে তাকে গ্রেফতার করে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

এদিকে, রায়হান কবিরের মুক্তির জন্য আইনি লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন দেশটির দু’জন আইনজীবী। খবর মালয় মেইলের।

রবিবার পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, আইনজীবী সুমিতা শান্তিন্নি কিশনা এবং সেলভরাজ চিনিয়াহ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মামলার সঙ্গে নিজেদের অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছেন।
দুটি ভিন্ন ফার্মের দুই আইনজীবী শনিবার রাতে জানান, তারা ইতিমধ্যে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এবং রয়্যাল মালয়েশিয়া পুলিশকে তাদের নিয়োগের বিষয়ে অবগত করেছেন।

‘চিঠিতে আমরা আমাদের ক্লায়েন্টের সঙ্গে দেখা করার তারিখ চেয়েছি,’ সংক্ষিপ্ত বিবৃতিতে দুই আইনজীবী বলেন, ‘সোমবার দুপুর দুইটার দিকে আমরা বুকিত আমানে থাকব।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একটি প্রামাণ্যচিত্রে অভিবাসীদের প্রতি মালয়েশিয়ান প্রশাসনের আচরণের বর্ণনা দিয়ে ফেঁসে যান নারায়ণগঞ্জের ছেলে রায়হান। ওই অনুষ্ঠান প্রচারিত হওয়ার পরপর তার ওয়ার্ক পারমিট বাতিল করে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit