জুলাই ২৭, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

শান্তি চুক্তির ২২ বছর পূর্তি

উবা ডেস্ক: আগামী ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ২২ বছর পূর্তি। এ উপলক্ষে হতে যাচ্ছে সম্প্রীতি কনসার্ট। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

রাঙামাটির চিং মংহ্লা মারী স্টেডিয়ামে সোমবার সন্ধ্যায় এ কনসার্ট শুরু হবে। এতে গান গাইবেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান, লিজা ও নাবিলাসহ স্থানীয় শিল্পীরা। কনসার্টের পাশাপাশি আতশবাজি ও ফানুস ওড়ানো হবে।

আয়োজক কমিটি জানিয়েছে, পাহাড়ি-বাঙালির মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

কনসার্টে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর হয়। এর মাধ্যমে তিন পার্বত্য জেলায় রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটে।

চুক্তিতে সরকারের পক্ষে স্বাক্ষর করেন তৎকালীন জাতীয় সংসদের চিফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ এবং জনসংহতি সমিতির পক্ষে স্বাক্ষর করেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লারমা।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit