স্টাফ রির্পোটার : ‘শিক্ষা জাতীয়করণ চাই’- এমন এক দফা দাবি নিয়ে বরিশালে পালিত হয়েছে শিক্ষক দিবস।এ উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন বরিশাল শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের বিভাগীয় সমন্বয়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি বরিশাল জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে আলাচনা সভায় শিক্ষক নেতা অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, অধ্যাপক মিজানুর রহমান, কর্মচারী নেতা জিয়া শাহিন ও রেজাউল করিমসহ অন্যান্যরা বক্তৃতা করেন। বক্তারা শিক্ষা জাতীয়করণ এক দফা দাবি বাস্তবায়নের সরকারের কাছে আহ্বান জানান তারা। এর আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে প্রেসক্লাব চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে এসে শেষ হয়।