জুলাই ২৭, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল পৌনে ১১টার পর থেকে ফেরি বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় একটি ফেরি মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাট থেকে রওয়ানা করে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে পৌঁছায় সকাল পৌনে ১১টায়। এরপর থেকে ফেরি পারাপার বন্ধ আছে নৌরুটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, নাব্যতা সংকটের কারণে বর্তমানে এ নৌরুটে সীমিত আকারে কয়েকটি ছোট ফেরি চলাচল করছিল। বৃহস্পতিবার নৌরুটের চ্যানেলে পলি জমে পানির গভীরতা কমে যাওয়ায় ফেরি চালানো যাচ্ছে না। ফলে সকাল সোয়া ১১টার পর থেকে ফেরি বন্ধ রয়েছে। এজন্য শিমুলিয়াঘাটে পারের অপেক্ষায় আছে শতাধিক যানবাহন। কখন ফেরি চালু হতে পারে সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় যেসব গাড়ি রয়েছে, তার মধ্যে বেশিরভাগ যাত্রীবাহী। গাড়িগুলো পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের দিকে চলে যাচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit