শেখ হাসিনা মার্কিনিদের পেছনে দৌড়ান না : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘মার্কিনিরা আমাদের দেশটা চালায় না। মার্কিনিদের কাছে আমি দৌড়াই না, শেখ হাসিনা দৌড়াননি। তারা আমাদের বন্ধু। যারা দৌড়ায় তাদের প্রশ্ন করেন আমি কেন তার জবাব দেব।

বুধবার (২৪ মে) দুপুরে মৌলভীবাজার জেলার উন্নয়ন সম্ভাবনা শীর্ষক সেমিনারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, ‘একপক্ষে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা যায় না। সকলে মিলে রক্ষা করতে হয়। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি নয়। পরিবেশ, জাতির ও মানসিকতার উন্নয়ন করা আমাদের দায়িত্ব।’

জাতীয় নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, যারাই নির্বাচনে আসবে প্রচলিত আইন-কানুন অনুযায়ী নির্বাচনে অংশ নেবেন।

দ্রব্যমূল্যে নিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, চাহিদা বেশি ও জোগান কম থাকায় বাজারে দ্রব্যমূল্য বেড়েছে। দেশ বর্তমানে আর্থিকভাবে কিছুটা চাপে রয়েছে, তবে অচিরেই আবার গতি ফিরবে।

বৈশ্বিক কারণে সারা দুনিয়া টালমাটাল অবস্থায় চলছে। করোনার আগে যে পর্যায়ে ছিলাম সেই পর্যায়ে নেই। এ জন্যই মাঝে মাঝে ফিল করেন উন্নয়নের গতি কমে গেছে। অচিরেই এই গতি অর্জন করতে পারব।সেমিনারে লন্ডনপ্রবাসী মকিস মনসুরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উমি বিনতে সালাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন প্রমুখ।