শেয়ারবাজারে উত্থান অব্যাহত

উন্নয়ন ডেস্ক –

শেয়ারবাজারে গতকাল রোববার বিশাল উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হওয়ার পর আজ সোমবারও উত্থান অব্যাহত রয়েছে। আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস প্রথম এক ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০ পয়েন্ট। গতকাল অবশ্য এ সময়ে সূচকটির বৃদ্ধি ১০০ পয়েন্ট ছাড়িয়েছিল।

ডিএসইতে আজ বেলা ১১টা পর্যন্ত লেনদেনের পরিমাণ ৪০৫ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৬৪টির, অপরিবর্তিত আছে ৪৪টির দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেলা ১১টা নাগাদ বেড়েছে ৩৭ পয়েন্ট।

টানা ১১ দিন ধরেই চাঙা দেশের দুই শেয়ারবাজার। গত ২২ জুলাই ডিএসইএর প্রধান সূচকের অবস্থান ছিল ৪ হাজার ৭৬ পয়েন্ট। গতকাল লেনদেন শেষে তা অবস্থান করছে ৪ হাজার ৫৪৫ পয়েন্টে। অর্থাৎ, সূচক বেড়েছে ৪৬৯ পয়েন্ট। গতকাল এক দিনেই ডিএসইএক্স বেড়েছে ১৮০ পয়েন্ট। সেই সঙ্গে লেনদেনও হাজার কোটি টাকা ছাড়িয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৮১ পয়েন্ট।