শ্রীলংকা ভূটান ইন্দোনেশিয়ার সাথে এফটিএ করতে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি, এমপি বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহজ করতে কাজ করে যাচ্ছে সরকার। বাণিজ্যে ভালো করতে বিশ্বমান বজায় রেখে সবকিছু করা হচ্ছে। ২০২৪ সালে দেশ এলডিসি থেকে বেড়িয়ে গেছে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সে জন্য বিভিন্ন দেশের সাথে এফটিএ স্বাক্ষরের জন্য আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলংকা, ভূটান, ইন্দোনেশিয়ার সাথে এফটিএ স্বাক্ষরের জন্য আলোচনা অব্যাহত রয়েছে। আরো বেশকিছু দেশের সাথে এফটিএ স্বাক্ষরের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাণিজ্যে ভালো করতে হলে বাণিজ্যে দক্ষতা অর্জন ও জটিলতামুক্ত বাণিজ্যের পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার সে কাজই করে যাচ্ছে। দেশের কর্মক্ষম যুবশক্তির প্রায় অর্ধেক নারী। এ বিপুল পরিমান নারী জনশক্তিকে পিছনে রেখে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই দেশে মহিলাদের ব্যবসার পরিবেশ সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না।

বাণিজ্যমন্ত্রী শনিবার ঢাকায় হোটেল ওয়েস্টিনে  বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি আয়োজিত ঊধংব ড়ভ উড়রহম ইঁংরহবংং : ডধু ঋড়ৎধিৎফ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের বিপুল পরিমান কর্মক্ষম জনশক্তি রয়েছে। এ গুলোকে দক্ষ জনশক্তিতে পরিনত করতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। কারিগরি শিক্ষায় বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। দেশে এখন পরিবেশ বান্ধব কারখানা গড়ে উঠেছে। তৈরী পোশাক  রপ্তানিতে চীনের পর এখন ভিয়েতনাম বাংলাদেশের বড় প্রতিদন্দি হয়ে গেছে। ভিয়েতনামকে মোকাবেলা করতে ব্যবসা-বাণিজ্য সহজ ও দক্ষ করার করতে হবে। বিশ্ববাণিজ্যে এগিয়ে যেতে হলে দক্ষতা, ব্যবসা-বাণিজ্য সহজ করার বিকল্প নেই।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট আনোয়ারুল আলম চৌধুরী (পারভেজ) এর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোর্শারফ হোসেন ভূঁইয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের(বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, এফবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট মো. শফিউল আলম মহিউদ্দিনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সেমিনারে বক্তব্য রাখেন।