জুলাই ২৭, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

সংসদে দিল্লি পুলিশের প্রশংসায় অমিত

বিদেশ ডেস্ক:
রাজধানীর রাস্তায় হিংসা রুখতে সাধ্যমতো চেষ্টা চালিয়েছে দিল্লি পুলিশ। তাঁদের চেষ্টাতেই উত্তর-পূর্ব ছাড়িয়ে অন্যত্র হিংসা ছড়িয়ে পড়তে পারেনি। দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে ফেব্রুয়ারির শেষ দিকে তেতে উঠেছিল রাজধানীর পরিস্থিতি। বিরোধীদের চাপে বুধবার লোকসভায় এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় সরকারকে। সেখানেই দিল্লি পুলিশকে দরাজ সার্টিফিকেট দেন অমিত শাহ। প্রতিবাদে কক্ষ ত্যাগ করেন কংগ্রেস সাংসদরা।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী ও সমর্থকদের সংঘর্ষে গত ২৩ ফেব্রুয়ারি তেত ওঠে রাজধানীর উত্তর-পূর্ব অংশ। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তার আঁচ ছিল রাজধানীর সর্বত্র। তাতে সব মিলিয়ে ৫৩ জন প্রাণ হারান। আহত হন ২০০-র বেশি মানুষ। গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করলেও, পুলিশের তরফে কোনও গাফিলতি ছিল না বলে সাফ জানিয়ে দেন শাহ। তিনি বলেন, ‘‘হিংসার ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাই। সমবেদনা জানাই ক্ষতিগ্রস্তদের পরিবার-পরিজনকে। কিন্তু ২৫ ফেব্রুয়ারির পর কোনও হিংসার ঘটনা ঘটেনি। বিষয়টিকে নিয়ে খামোকা রাজনীতি করা হচ্ছে।’’

দিল্লি পুলিশের প্রশংসা করে শাহ বলেন, ‘‘প্রশ্ন উঠছে ঘটনার সময় দিল্লি পুলিশ কী করছিল। পুলিশ ঘটনাস্থলেই ছিল। ৩৬ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারাই। আমি নিরন্তর ঘটনার পর্য়ালোচনা করে গিয়েছি। আমার পরামর্শেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ঘটনাস্থলে গিয়েছিলেন।পুলিশের তৎপরতার জন্যই হিংসা অন্যত্র ছড়িয়ে পড়েনি।’’

হিংসা চলাকালীন মৌজপুর, ভজনপুরা, চাঁদ বাগ, কর্দমপুরী-সহ একাধিক জায়গা থেকে বার বার যোগায়োগের চেষ্টা করা হলেও, পুলিশের তরফে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি বলে ক্ষতিগ্রস্তদের তরফে বার বার অভিযোগ করা হয়েছে। তা নিয়ে আদালতেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে দিল্লি পুলিশকে। উস্কানিমূলক মন্তব্য করে যে বা যাঁরা হিংসায় মদত দিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হল না কেন, সেই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাদের। কিন্তু এ দিন অমিত শাহ জানান, ২৭ ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত ৭০০ এফআইআর দায়ের হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে কাউকে রেয়াত করা হবে না বলেও জানান তিনি। #

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit