সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

উন্নয়ন ডেস্ক =

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

ইসরাফিল আলম সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৪ বছর বয়সে ইন্তেকাল করেন।

মন্ত্রী তার শোকবার্তায় ইসরাফিল আলমকে আদর্শবান ও দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে বর্ণনা করেন। তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।