সকাল থেকে ২৫টি লঞ্চ ভিড়েছে ঘাটে, আসবে প্রায় ২০০টি

উন্নয়ন ডেস্ক –

মাদারীপুর: শনিবার (২৫ জুন) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত বাংলাবাজার ঘাটে ২৫টি লঞ্চ এসে ভিড়েছে। ঘাটের ১৫টি পন্টুনে পর্যায়ক্রমে এসে ভিড়ছে লঞ্চগুলো।

বিআইডব্লিউটিএ সূত্র জানিয়েছে, ১ থেকে ৬ নম্বর পন্টুন পর্যন্ত বড় লঞ্চগুলো ভিড়ছে। প্রতিটি পন্টুনে ৪/৫টি করে লঞ্চ একত্রে ভিড়ছে। বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি থেকে আসা লঞ্চগুলো ঘাটে ভিড়ছে। লোক নামানো শেষে লঞ্চগুলো নদীর মাঝে রাখা হচ্ছে। এখনো নদীতে ঘাটে ভিড়ার অপেক্ষায় অনেক লঞ্চ রয়েছে।

লঞ্চঘাটে ভিড়ার পর স্লোগানে মুখোর হচ্ছে ঘাট। দলে দলে লোকজন লঞ্চ থেকে নেমে সমাবেশ স্থলের দিকে যাচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পূর্ণ হয়ে উঠছে সমাবেশ স্থল এবং আশপাশের সড়ক।

বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক জয়নুল আবেদীন বলেন, ২ শতাধিক লঞ্চ আসবে, ভোর থেকে এ পর্যন্ত ২৫টি লঞ্চ ঘাটে এসে ভিড়েছে।