উন্নয়ন ডেস্ক –
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের জামিন আবেদনের ওপর শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৩ এপ্রিল এই মামলায় একই আদালত সম্রাটের জামিন আবেদন নামঞ্জুর করেন। সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী বলেছেন, ইতোমধ্যে সম্রাটের বিরুদ্ধে থাকা চার মামলার মধ্যে তিনটিতেই জামিন পেয়েছেন তিনি। দুদকের এই মামলায় জামিন পেলে তার কারামুক্তিতে বাধা থাকবে না।
২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাটকে গ্রেপ্তার করে র্যাব। পরে বিভিন্ন মামলায় সম্রাটকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।