জুলাই ২৭, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

সরকারি গুদামে ধান-চাল সরবরাহে দালাল- ফরিয়াদের দিন শেষ – খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি: সরকারি গুদামে কৃষকের ধান-চাল সরবরাহে দালাল ফরিয়াদের দিন শেষ। অন লাইনের মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার। এজন্য ‘কৃষকের অ্যাপস’ নামে একটি অ্যাপসের ব্যবহার শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে দেশের ১৬টি উপজেলায় এবারই প্রথম এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

শনিবার নওগাঁর সাপাহারে চাষিদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে  এসব কথা বলেন খাদ্যমন্ত্রী  সাধন চন্দ্র মজুমদার।

মন্ত্রী বলেন, অনলাইনে আবেদন করে অ্যাপসের মাধ্যমে চাষিরা ঝামেলাহীনভাবে সরকারি গুদামে ধান চাল সরবরাহ করতে পারবে। ধান চাল সরবরাহের জন্য প্রদত্ত স্লিপ দালাল ও ফরিয়াদের কাছে বিক্রি না করার জন্য কৃষকদের প্রতি তিনি অনুরোধ জানান।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit