জুলাই ২৭, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

সরকার দুর্যোগের পর মানুষের দুর্দশা লাঘবে কাজ করছে – রেলপথ মন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি: দুর্যোগের পর মানুষের দুর্দশা লাঘবে বর্তমান সরকার কাজ করছে। একথা বলেছেন, রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
মঙ্গলবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া গ্রামে উপজেলা পরিষদের উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং আর্থিক সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দুর্যোগে মানুষের কোন হাত নেই, দুর্যোগ পরবর্তীতে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে দ্রুত সরকার প্রয়োজনীয় ত্রান সহায়তা পৌছে দিচ্ছে। এসময় অগ্নিকান্ড থেকে রক্ষা পেতে সবাইকে আহবান জানান তিনি।
এ সময় ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের মাঝে ৪৭ হাজার টাকা,৩০ কেজি করে চাল এবং কম্বল বিতরণ করেন মন্ত্রী।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জসহ দলীয় নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া গ্রামে সুরজ্জামানের দোকান ঘরে রাখা পেট্রলে আগুন লেগে ৬টি পরিবারের ৯টি ঘর, ৮টি গরু পুড়ে যায়। সুরজ্জামানের স্ত্রী সুইটি বেগম অগ্নিদগ্ধ হয়। চিকিৎসাধীন অবস্থায় সুইটি বেগম গতকাল সোমবার রংপুর হাসপাতালে মারা যায়।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit