সাগর রুনি হত্যা মামলার শুনানি বুধবার

নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার সবশেষ প্রতিবেদনের ওপর শুনানি বুধবার (৪ মার্চ)। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চে এ শুনানি হবে।

রোববার (২ মার্চ) সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে হাইকোর্ট তদন্ত প্রতিবেদন জমা দেয় র‍্যাব।

বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে ডিএনএ পরীক্ষার যে প্রতিবেদন এসেছে, তাতে দু’জন অপরিচিত পুরুষের ডিএনএ মিলেছে। নিহত সাগর সারওয়ারের হাত পেছন থেকে যে চাদরে বাঁধা হয়েছিলো, তাতে একজন অপরিচিত পুরুষের ডিএনএ পাওয়া গেছে। আর মেহেরুন রুনির টি শার্টে আছে আরেকজন অপরিচিত পুরুষের ডিএনএ।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘‘এই মামলায় তানভীরের অবস্থান রহস্যজনক। এই মামলা থেকে তাকে অব্যাহতি (বিচারিক আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে) দেয়া যুক্তিযুক্ত হয়নি। আমেরিকা পাঠানো ডিএনএ নমুনার সঙ্গে অপরিচিত দুই ব্যক্তির ডিএনএ’র মিল পাওয়া গেছে।

এর আগে ২০১৯ সালের ১৪ নভেম্বর সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও তার স্ত্রী মেহেরুন রুনী হত্যা মামলায় তদন্তের অগ্রগতি প্রতিবেদন ৪ মার্চের মধ্যে জানাতে নির্দেশ দেন হাইকোর্ট।

২০১২ সালে ১২ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি। #