সামনের ঈদে আসছে সালমান খানের ‘রাধে’

বিনোদন ডেস্ক:
আগামী ঈদে অর্থাৎ ২২ মে মুক্তি পাচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানের ছবি রাধে। যশরাজ ব্যানারে ছবিটি সেদিন মুক্তি পাবে সারা বিশ্বে।

গত শনিবার প্রকাশ্যে এসেছে রাধের পোস্টার। পোস্টার প্রকাশ্যে এনেছেন ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ।

সেখানে কালো টি-শার্ট, চোখে রোদ চশমায় সালমান খান। মুখ-চোখে রাগী যুবকের ছাপ।

তরণ ক্যাপশনে লিখেছেন ‘ছবির কাজ শুরু হলেও মুক্তির দিন ঠিক হয়নি। অবশেষে সেই সমস্যাও মিটল। আগামী ঈদে ২২ মে আসছে রাধে। যশরাজ ব্যানারে ছবিটি সেদিন মুক্তি পাবে বিশ্বের সর্বত্র। পরিচালক প্রভুদেবা।’

সালমান খান এখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। গত নভেম্বরে শুট শুরু হয়েছে। সালমানের বিপরীতে দেখা যাবে দিশা পাটানিকে। ভাইজানের সঙ্গে তারও এটি দ্বিতীয় কাজ।

ছবিতে আরও রয়েছেন জ্যাকি শ্রফ, রণদীপ হুডা। #