সিইউএসটির প্রতিষ্ঠাতা গাজী এম এ সালামের বাবা আর নেই

স্টাফ রিপোর্টার: সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (সিইউএসটি) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান গাজী এম এ সালামের বাবা আলহাজ গাজী এনায়েত হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

বুধবার (৭ অক্টোবর) সকাল ৭টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি তিন ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি খুলনার ডুমুরিয়ায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করেছেন। তার প্রথম নামাজে জানাজা সিইউএসটির স্থায়ী ক্যাম্পাস, মিরপুর-১৫ এর সকাল ১১টা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নিয়েছিলেন সিইউএসটিএর বিওটি সদস্য রেজাউল কবির, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ডিপ্লোমা) আবু শাহিন কাউসার,ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ভোকেশনাল) নূর-ই ইলাহী, এবং সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলামসহ বিশববিদ্যালয় ও এডব্লিউএফ শিক্ষা পরিবারের কর্মকর্তা ও কর্মচারীরা।

জানাজায় মরহুমের বড় সন্তান সিইউএসটি ও এডব্লিউএফর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গাজী এম এ সালাম তার আত্মীর মাগফিরাত কামনা করেন ও সবার কাছে দোয়া প্রার্থনা করেন। মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে খুলনা জেলার ডুমুরিয়া থানার চেঁচুড়ী গ্রামে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে তার মৃত্যুতে সিইউএসটি শিক্ষা পরিবার গভীর শোকা জানিয়েছে।  তারা বলেন, আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।