উন্নয়ন ডেস্ক –
রাজধানীর এফডিসিতে সম্প্রতি শুরু হয়েছে সিসিমপুরের ১৫তম সিজনের দৃশ্যধারণ। হালুম, টুকটুকি, ইকরি ও শিকুদের সঙ্গে এবার ‘সিসিমপুর’-এ যুক্ত হচ্ছে নতুন বন্ধু! এবারের আয়োজনে ২৬টি পর্ব তৈরি করবে সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ।
সিসিমপুর সূত্রে জানা গেছে, নতুন সিজনের বিভিন্ন পর্বে হালুম, টুকটুকি, ইকরি ও শিকু ছোট্ট বন্ধুদের জন্য মজার মজার নতুন সব গল্প নিয়ে হাজির হবে। তাদের সঙ্গে থাকবে আশা, গুণী, ময়রাসহ সিসিমপুরের নিয়মিত অন্যান্য চরিত্র।
এর পাশাপাশি এবারের সিজনে সিসিমপুরে যুক্ত হচ্ছে নতুন একজন বন্ধু! সব শিশুর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয় গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে নতুন সিজন।