সীতাকুণ্ডে ৩২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩২০০ পিস ইয়াবাসহ সজিব মোল্লা (৩৫) নামের এক কারবারিকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। গ্রেফতার সজিব মোল্লা নড়াইল জেলার সদর থানাধীন রামচন্দ্রপুর গ্রামের মো. দাউদ মোল্লার ছেলে। বুধবার (২৪ মে) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া স্কুলের সামনে একটি গাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে গাড়ি তল্লাশিতে ৩২০০ পিস ইয়াবাসহ সজিব মোল্লা নামে এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।