জুলাই ২৭, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

সুপ্রিম কোর্টের অ্যাফিডেভিট শাখায় ঝটিকা অভিযানে ৪৩ জন আটক, পরে মুক্ত

উন্নয়ন ডেস্ক –

সুপ্রিম কোর্টের অ্যাফিডেভিট শাখায় আকস্মিক অভিযান চালিয়ে অনধিকার প্রবেশের অভিযোগে ৪৩ জনকে আটক করা হয়। পরে মৌখিকভাবে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে পুলিশ নিয়ে বিচারপতি মোহাম্মদ ইমান আলী সুপ্রিম কোর্টের ২ নম্বর প্রশাসনিক ভবনে এ ঝটিকা অভিযান চালান।

এ সময় অনধিকার প্রবেশের অভিযোগে ৩৫ আইনজীবী সহকারী এবং আট হলফনামাকারীকে (মামলার তদবিরকারী) আটক করার পর অ্যাফিডেভিট ভবনের পাশের একটি কক্ষে রাখা হয়।

পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গিয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের সঙ্গে কথা বলেন। পরে আটককৃতরা কখনো ওই শাখায় আর যাবেন না মর্মে মৌখিকভাবে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়।

তিনি বলেন, এখতিয়ারবহির্ভূতভাবে অ্যাফিডেভিট শাখায় যাওয়ায় ৪৩ জনকে আটক করা হয়েছিল। পরে মৌখিকভাবে তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, আদালত অঙ্গনে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে আইনজীবীরা প্রধান বিচারপতিকে অবহিত করেন। তারই পরিপ্রেক্ষিতে আজ এ ঝটিকা অভিযান পরিচালিত হয়।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit