সুপ্রিম কোর্টের ‘বিজয়-৭১’ ভবন নিয়ে আইনজীবীদের অসন্তোষ

উন্নয়ন ডেস্ক –

সুপ্রিম কোর্টের নবনির্মিত বিজয় ৭১ ভবনের কোর্ট রুমগুলো এনেক্স ভবনের তুলনায় ছোট, সংকীর্ণ ও শ্বাসরুদ্ধকর বলে অসন্তোষ প্রকাশ করেছেন আইনজীবীরা। শুনানির জন্য একসঙ্গে প্রায় ৫০ জন আইনজীবী অবস্থান করা কষ্টদায়ক হবে বলে মনে করেন তারা।

এমতাবস্থায় সুপ্রিম কোর্টের এনেক্স ভবন ও মূল ভবনের সব ফ্লোরের উপযুক্ত রুমগুলো শুধু কোর্ট রুম হিসেবে ব্যবহার করা জন্য প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে আবেদন করেছেন ৩৫০ আইনজীবী। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে প্রধান বিচারপতি কাছে এই আবেদন জমা দেওয়া হয়েছে।

এছাড়া আবেদনের অনুলিপি আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতিকে পাঠানো হয়েছে।

গত ২৪ মে এই আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা নাসরিন।

রোববার (৫ জুন) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, নববির্নির্মিত ভবনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন আইনজীবীরা। এজন্য ৩৫০ জন আইনজীবীর সই করা আবেদনটি প্রধান বিচারপতির কাছে জমা দিয়েছি। এই সপ্তাহে ওনার (প্রধান বিচারপতির) সঙ্গে দেখা করে কথা বলার ইচ্ছে আছে।

আবেদনে বলা হয়, নবনির্মিত বিজয় ৭১ ভবনের চলমান ডিজাইন অনুযায়ী কোর্ট রুমগুলো, সিডি, লিফট এবং অন্যান্য বিষয়সমূহ কোনোভাবেই আমাদের সুপ্রিম কোর্টের সুপ্রাচীন ঐতিহ্য ও নির্মাণশৈলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সুপ্রিম কোর্ট আইনজীবী ভবন থেকে নবনির্মিত বিজয়-৭১ ভবনে যাতায়াত করার জন্য সরাসরি কোনো রাস্তা রাখা হয়নি। বিজয়-৭১ ভবনে প্রবেশের জন্য এনেক্স ভবনের ভিতর দিয়ে খুবই সংকীর্ণ একটি রাস্তা রাখা হয়েছে। আইনজীবী ও তাদের সহকারী, বিচারপ্রার্থী, সাংবাদিক ও দর্শনার্থীদের ১২ তলা ভবনে ওঠা-নামার জন্য মাত্র দুইটি লিফট রাখা হয়েছে। বিপুল সংখ্যক আইনজীবী ও বিচার সংশ্লিষ্ট সবার জন্য যা অত্যন্ত অপ্রতুল ও কষ্টদায়ক।

এতে আরও বলা হয়, বিশেষ করে কোনো আইনজীবীর একাধিক কোর্টে মামলা শুনানি থাকলে লিফটের জন্য অপেক্ষমাণ অবস্থায় মামলা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যেই কয়েক জন্য বয়স্ক আইনজীবী বিজয়-৭১ ভবনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। নবনির্মিত বিজয় ৭১ ভবনের কোর্ট রুমগুলো এনেক্স ভবনের তুলনায় ছোট, সংকীর্ণ এবং শ্বাসরুদ্ধকর, যা শুনানির জন্য একসঙ্গে প্রায় ৫০ জন আইনজীবীর অবস্থান করা কষ্টদায়ক প্ৰতীয়মান হয়। এমতাবস্থায় এনেক্স ভবন ও মূল ভবনের সব ফ্লোরের উপযুক্ত রুমগুলো শুধু কোর্ট রুম হিসেবে ব্যবহার করলে ও বিজয় ৭১ ভবনে সেকশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারলে আমাদের সবার অনেক বড় উপকার হতো।