জুলাই ২৭, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

সুবর্ণচর হবে নারীর জন্য নিরাপদ

নোয়াখালী প্রতিনিধি: পাঁচ শতাধিক মানুষ নোয়াখালীর সুবর্ণচর উপজেলাকে নারীর জন্য নিরাপদ করতে শপথ নিয়েছেন।

সোমবার দুপুরে সুবর্ণচরের সৈকত সরকারি কলেজ মাঠে ‘নারীর প্রতি সহিংসতা রুখতে আমরা’ শীর্ষক সংলাপে এ শপথ নেন তারা।

গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এই অঞ্চলে ধর্ষণ, যৌন হয়রানিসহ নারীর প্রতি বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনা দেশব্যপী ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এই সহিংসতার কারণ উদঘাটন, করণীয় নির্ধারণ এবং স্থানীয় জনগণ ও সেবাপ্রদানকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে একটি সমন্বিত  পথনকশা তৈরির লক্ষ্যে এ সংলাপের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পার্টিসিপেটরি রিসার্চ অ‌্যাকশন নেটওয়ার্ক ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও অ‌্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় এ সংলাপ হয়।

সংলাপে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিষা, সুবর্ণচর উপজেলার নির্বাহী কর্মকর্তা এ এস এম ইবনুল হাসান, অ‌্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরসহ অনেকে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit