উন্নয়ন ডেস্ক –
সুষ্পষ্ট লঘুচাপের কারণে সৃষ্ট নিম্নচাপে দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রলার ও নৌকাসমূহকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, মৌসুমী বায়ুর কারণে সৃষ্ট এই সুষ্পষ্ট লঘুচাপটির স্থায়িত্ব আরো দু’দিন থাকতে পারে।
এদিকে আজ ভারী বর্ষণ সংক্রান্ত সতর্কবাণীর এক পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সোমবার থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও-কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বাসস