সৃজিত-মিথিলার বউভাতের খণ্ডচিত্র

বিনোদন ডেস্ক:
গাঁটছড়া বাঁধার তিন মাস পর, কলকাতাতেই বিবাহোত্তর সংবর্ধনা করলেন নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। যেখানে দুই পরিবারের সদস্য ছাড়াও হাজির হন, টালিপাড়ার অনেকেই।

রিসেপশনে মিথিলা পরেছিলেন লাল রঙের শাড়ি। আর তার সঙ্গে মানানসই করে সৃজিত পরেছিলেন আচকান আর ধুতি। জামায় ঘন সুতোর কাজ।

মাধবী মুখোপাধ্যায়, সন্দীপ রায়, অপর্ণা সেন, জিৎ গাঙ্গুলি, টোটা রায়চৌধুরী, রাজ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সপরিবারে কৌশিক গঙ্গোপাধ্যায়, দেবজ্যোতি মিশ্র, ইন্দ্রদীপ দাশগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, অমৃতা চট্টোপাধ্যায়, ভরত কউল, ঊষসী চক্রবর্তী সহ টালিগঞ্জের প্রায় সব উজ্জ্বল করা মুখগুলো।

সৌরভ গাঙ্গুলির সাথে মিথিলার পরিচয় করিয়ে দেন সৃজিত। রিয়েলিটি শো- দাদাগিরি গান লিখেছিলেন সৃজিত।

রিসেপশনের পার্টি বলে কথা, তাই মেন্যুতেও ছিল এলাহি ছাপ। পোলাও, ডাল মাখানি, পনির মাখানি, চিংড়ি মালাইকারি, ঠাকুরবাড়ির কষা মাংসসহ আরও অনেক কিছু। সঙ্গে মিষ্টি দই, নলেন গুড়ের কাঁচাগোল্লা।

৬ ডিসেম্বর (শুক্রবার) বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় গাটছড়া বাঁধেন। বিয়ের পরদিনই এ দম্পতি মধুচন্দ্রিমার উদ্দেশে পাড়ি দিয়েছিলেন সুদূর সুইজারল্যান্ড। #