ডেস্ক: শবনম, মৌসুমী ও পপি। দুই প্রজন্মের এই নায়িকাকে নিয়ে অনেক কিছু লেখা যায়। বলা যায়, তাদের গ্ল্যামার ও অভিনয় নিয়ে। তাদের মাঝে শবনম তো বাংলাদেশ-পাকিস্তান দুই দেশের সিনে ইন্ডাস্ট্রির ইতিহাসে সোনায় মোড়া নাম।
সম্প্রতি এক আয়োজনে তিন নায়িকার দেখা। সেখানে পপির সেলফিতে ধরা পড়েন অন্য দুজন। সেই দৃশ্য উঠে এসেছে অতিথিদের ধারণ করা স্থিরচিত্রে।
জানা যায়, অনেকটা হঠাৎ করেই সোমবার সন্ধ্যায় গীতিকার ও নির্মাতা গাজী মাজহারুল আনোয়ারের বাসায় উপস্থিত হন শবনম। ছিলেন ওমর সানি, মৌসুমী ও পপি। তারপর জমে উঠে আড্ডা।
সংবাদমাধ্যমকে গাজী মাজহারুল আনোয়ার বলেন, “নিষ্প্রাণ করোনার এই সময় শিল্পীর সঙ্গে শিল্পীর সংযোগ এবং ভাব বিনিময় ভীষণ আনন্দ দিয়েছে।”
অন্যদিকে শবনম বলেন, “দীর্ঘদিন পর এমন আড্ডা দিতে পেরে মনে হলো যেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখনো প্রাণ আছে। ধন্যবাদ গাজী ভাই, জোহরা ভাবিসহ সবাইকে।”
মৌসুমী বলেন, “শ্রদ্ধেয় গাজী আংকেলকে আমি বাবার মতোই শ্রদ্ধা করি। শবনম আপার সঙ্গে ‘আম্মাজান’ সিনেমায় কাজ করার স্মৃতি আজও চোখে উজ্জ্বল। তার স্নেহ-ভালোবাসায় আবার মুগ্ধ হলাম।”
“আমার সিনেমা জীবনের এক স্মরণীয় দিন অতিবাহিত করেছি সেদিন। প্রিয় গাজী আংকেল, শবনম ম্যাডামের সঙ্গে কাটানো মুহূর্তটা অনেক বড় প্রাপ্তির চেয়ে বিশাল কিছু”, এমনটাই বললেন পপি।
গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত সন্ধি, চোর বা শর্তের মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন শবনম। মৌসুমীকে দেখা গেছে স্নেহ, পরাধীনসহ কিছু সিনেমায়। উল্লেখ, সে দিনের আড্ডায় গান শোনান মাজহারুলের মেয়ে দিঠি আনোয়ার।