স্কোয়াশের দিন ব্যাপি আনন্দ মেলা (ওয়ার্কশপ)

উন্নয়ন ডেস্ক –

২৫ মে (বুধবার) রাজধানী উররা ক্লাবের ক্সোয়াশ কোর্টে অনুষ্ঠিত হ’ল দিন ব্যাপি ওয়ার্কশপ। ঈদ উওর আনন্দঘন মিলন মেলায় জাতীয় দলের (পুরুষ) সাথে বয়স ভিওিক উদিয়মান ছেলে খেলোয়াড়ারা অংশগ্্রহন করে। ওয়ার্কশপের উদ্দেশ্য হ’ল খেলোয়াড় বিশেষ করে শিক্ষার্থী খেলোয়াড়দের সারা বছর খেলার মধ্যে রেখে নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতামূলক খেলার সুযোগ করে দেওয়া। সুমন, শহিদ, রনি, শাহাদাৎ, মাসুমের, পাশাপাশি হামযা, শরিফ, জাহিদ, কাউসার, রায়হান, স্বপ্নিল, সৈকত, হাসিব প্রমুখ খেলোয়াড়গনের প্রানবন্ত উপস্থিত এবং খেলা আয়োজনটিকে এশটি মিলন মেলায় পরিনত করে।

সাধারণ সম্পাদক বলেন যে ২০২৩ সালেন এস এ গেইমস্ মেডেল পুনরুদ্ধার ও মান সম্মত জাতীয় মহিলা দল গঠনসহ দশটি লক্ষ্যমাএা নিয়ে “স্বপ্ন যাত্রা’’ নামের পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা বাস্তবায়ানে ফেডারেশন ধারাবাহিক ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন যে খেলোয়াড়দেও মাঠে রাখার জন্য নিয়মিত প্রতিযোগিতার পাশাপাশি মাঝে মাঝে এ ধরনের আয়োজন করা হবে। খেলোয়াড়গনও অনুশীলনের এ ধরনের একটা সুযোগ পেয়ে অনেক খুশি হয়েছে।

ব্যতিক্রম ধর্মী উক্ত অনুষ্ঠানে ফেডারেশনের সাধারণ সম্পাদক, উররা স্কোয়াশ ইনচার্জ, আমন্ত্রীত অতিথিবৃন্দ, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।