উন্নয়ন ডেস্ক –
করোনায় দীর্ঘ পাঁচ মাস বন্ধের পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে শুরু করেছে ফিলিস্তেনের গাজা অঞ্চলে।
গতকাল শনিবার (৮ আগস্ট) থেকে স্বাস্থ্যবিধি মেনে সেখানকার শিক্ষার্থীরা নিজেদের বিদ্যালয়ে যাওয়া শুরু করেছে।
হামাস সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান কর্মকর্তা জিয়াদ সাবেত সাংবাদিকদের বলেন, ‘আগস্ট মাসে শিক্ষার্থীরা পেছনের মৌলিক পাঠগুলো শেখবে। প্রতিদিন কেবল চারটি করে ক্লাস হবে।’ তিনি আরো বলেন, ‘মন্ত্রণালয় সব স্তরের শিক্ষাবর্ষ নিয়ে বেশ কটি পরিকল্পনা করেছে।
গাজার শরণার্থী বিষয়ক সংস্থা রিলিফ এন্ড ওয়ার্ক এজেন্সি ফর রিফিউজির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের স্কুলগুলোতে চলতি বছর ফিলিস্তিন শরণার্থীর দুই লক্ষ ৮৫ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী আছে। এজেন্সির পক্ষ থেকে আরো বলা হয়, প্রথম চার সপ্তাহে শিক্ষার্থীদের মনোযোগ তৈরি ও পেছনের পাঠ শেখার জন্য ব্যয় করা হবে।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব স্কুলের জন্য কিছু নির্দেশনা প্রদান করা হয়। স্বাস্থ্য বিধির পরিপূর্ণ অনুসরণ করে সব স্কুল খুলতে হবে। খোলার আগে অবশ্যই পুরো স্কুল পরিষ্কার করতে হবে। তাছাড়া শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও পরিচ্ছন্ন পরিবেশের নিশ্চয়তা প্রদান করাও জরুরি। সমাগম এড়াতে সকালের সম্মিলিত শারীরিক অনুশীলন ও বিরতির সময় একত্রিত হওয়া থেকে বারণ করা হয়েছে। এছাড়া প্রতি সপ্তাহে একবার বিদ্যালয়ের সব কাজ পর্যবেক্ষণ করা বাধ্যতামূলক করা হয়েছে।
সূত্র : আলজাজিরা নেট