স্বাস্থ্য অধিদফতরের ২৮ কর্মকর্তা রদবদল

উন্নয়ন ডেস্ক –

ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের ২৮ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
আজ সোমবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

প্রসঙ্গত, নানা সমালোচনার মুখে গত ২১ জুলাই স্বাস্থ্য অধিদফতরের ডিজি অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর ২৩ জুলাই নতুন ডিজি হিসেবে নিয়োগ পান আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।